24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

নেত্রকোনায় পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

নেত্রকোনায় পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্বসাহিত্য কেন্দ্র এই মেলার আয়োজন করে।

এতে সহযোগিতা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং মেটলাইফ ফাউন্ডেশন। প্রধান অতিথি হয়ে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।

অনুষ্ঠানের উদ্বোধক ছাড়াও বক্তব্য দেন, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি সরোজ মোস্তফা, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী, জেলা উদীচীর সভাপতি মো. মোস্তাফিজুৃর রহমান খান, কবি তানভীর জাহান চৌধুরী, ভাস্কর শিল্পী অখিল পাল, প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রাজন দত্ত মজুমদার প্রমুখ।

পল্লব চক্রবর্তী বলেন, ‘বই মানুষের মনের খোরাক যোগায়। আমাদের চিন্তা চেতনার বিস্তৃত ঘটায়। বই মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারেনা। যিনি যত বই পড়েন, তিনি যত জানেন। যিনি যত জানেন, তিনি তত মানবিক ও সংবেদনশীল মানুষ হন।’

তানভীর জাহান চৌধুরী বলেন, বই হচ্ছে সভ্যতার বাহন। অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো। সুতরাং বই পড়ার কোন বিকল্প নেই।’

মাহবুবুল কিবরিয়া চৌধুরী বলেন, ‘বই পড়ার প্রতি এখন আমাদের আগ্রহ হারিয়ে যাচ্ছে। আমরা স্মার্ট ফোনের দিকে ঝুঁকে পড়ছি। কিন্তু যত প্রযুক্তির আসুক, বই পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারবে না।’

রাফিকুজ্জামান বলেন, ‘বই পড়লে আমরা নতুন নতুন শব্দ ধরে অনেক কিছুর সঙ্গে পরিচয় হওয়া যায়। আমাদের সব পঙ্কিলতা দূর করে আলোকিত করে। পড়া আমাদের প্রাত্যহিক জীবনে উপাসনার একটি অংশ বলা যায়।’

নেত্রকোনায় আয়োজক সূত্র জানা যায়,

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য মেলা উন্মোক্ত থাকবে এবং আগামী ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলবে। এ ছাড়া প্রতিদিন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

পড়ুনঃ মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে খেলাফত আন্দোলনের নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

দেখুনঃ নেত্রকোনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল আ*টক ১০ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন