২১/০৬/২০২৫, ২২:৪৯ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২২:৪৯ অপরাহ্ণ

নেত্রকোনার পূর্বধলায় কৃষকলীগ নেতা গ্রেফতার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আব্দুল মজিদ খান ওরফে আবুল মিয়া (৫৭) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার নারানন্দিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং নরনারায়ণপুর গ্রামের গ্রামের মৃত আব্দুল হামিদ খানের ছেলে।

শনিবার (২৪ মে) দুপুরের দিকে গ্রেফতারকৃত কৃষকলীগ নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

এরআগ গতকাল শুক্রবার দিবাগত রাতে নরনারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে আবুল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেফতারকৃত ইউনিয়ন কৃষকলীগ নেতা গত বছরের এক ডিসেম্বর দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। গ্রেফতারেরর পর (শনিবার) দুপুরে দিকে আবুল মিয়াকে আদালতের প্রেরণ করা হয়। পরে আদালতে তাকে কারাগারে প্রেরণ করেছেন বলে জানান তিনি।

পড়ুন: তারুণ্যের অধিকার বিষয়ক সমাবেশ সফলের লক্ষ্যে নেত্রকোনা যুবদলের প্রস্তুতি সভা

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন