১৪/০৬/২০২৫, ১৪:০৬ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:০৬ অপরাহ্ণ

নেত্রকোনার মদনে অতিরিক্ত ভাড়া আদায়ে ৩ গাড়ি চালককে জরিমানা

ঈদ পরবর্তী সময়ে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়ায় আদায়ের দায়ে নেত্রকোনার মদন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন গাড়ি চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে মদন পৌরসভার বিভিন্ন জায়গায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।

অভিযানের বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানান, ঈদ পরবর্তী দিন থেকে আমরা বিভিন্ন জায়গা বাস কাউন্টার, সিএনজি ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাচ্ছিলাম। এরই প্রেক্ষিতে আজ (বুধবার) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন জন গাড়ি চালককে পৃথক তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় তিনি আরো জানান, পরবর্তীতে যদি তারা একই অপরাধে দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরকে গুরুদন্ড প্রদান করা হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : সাত দফা দাবিতে নেত্রকোনার পূর্বধলায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের কর্মবিরতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন