১৩/০৬/২০২৫, ১৪:১০ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৪:১০ অপরাহ্ণ

নেত্রকোনার মোহনগঞ্জে নারী কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় নারী কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার নগর মাদানিয়া বালিকা মাদরাসায় বাংলাদেশ মাদানি ছাত্রী কাফলার উদ্যোগে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন নেত্রকোনা অঞ্চল মহিলা জমিয়তের আহবায়ক বেগম শরীফা আমীন, নগর মাদানিয়া বালিকা মাদরাসা ছাত্রী সংসদের জিম্মাদার নওরিন আক্তার, ছাত্রী জমিয়তের জিম্মাদার আকলিমা আক্তার, তায়্যিবা জান্নাত প্রমুখ।

সচেতন মুসলিম নারী সমাজের সভানেত্রী বেগম শরীফা আমীন বলেন, সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে নারী কমিশনের সুপারিশ আমরা মেনে নিতে পারি না। কতিপয় নাস্তিক্যবাদী মহিলারা পশ্চিমাদের কৃষ্টিকালচার আমাদের উপর জোর পুর্বক চাপিয়ে দিতে পারে না। পতিতাবৃত্তিকে শ্রমিকের মর্যাদা দানের কথা যারা বলেছে তারা প্রকৃত পক্ষে বৃহত্তর নারী সমাজকে অপমানিত করেছে। এসব নোংরা মহিলাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল দাবির সাথে একাত্মতা ঘোষণা করে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিতর্কিত নারী কমিশন বাতিলের জোরদাবী জানাচ্ছি।’

এসময় নারী কমিশনের বিভিন্ন বিতর্কিত ধারা উপধারা নিয়ে আলোচনা করেন মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী।

রুহুল আমীন নগরী বলেন, ইসলাম নারী জাতিকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছে। ৯০ ভাগ মুসলিম নারী সমাজের বোধ বিশ্বাসের বিপরীতগামী কোন বিধান এদেশের মা-বোনেরা মানবে না। আমাদের সকলের উচিত বিতর্কিত নারী কমিশন বাতিলের জন্য গণসচেতনতা সৃষ্টি করা।

পড়ুন : নেত্রকোনায় নিখোঁজ নুরুল আমিনকে নিয়ে রহস্য, গ্রেফতার ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন