১৮/০৬/২০২৫, ২৩:১৬ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:১৬ অপরাহ্ণ

নেত্রকোনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার

নেত্রকোনার মদন উপজেলায় জমির সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্ধে হত্যা মামলার আসামি মো. শিহাবকে (২৮) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত শিহাব নেত্রকোনার মদনের কাপাসাটিয়া গ্রামের বসিন্দা। জমির সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্ধে একই গ্রামের দীন ইসলাম হত্যা মামলার পাঁচ নম্বর এজাহারনামীয় আসামি তিনি।

শুক্রবার (২ মে) বেলা ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পরিচালক এ তথ্য জানান।

এরআগে গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ও র‌্যাব-৭ (সিপিএসসি) এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানাধীন নারিকলে তলা এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. শিহাবকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব জানায়, গত ৬ মার্চ দুপুর অনুমান ১টার দিকে নেত্রকোনার মদন থানাধীন কাপাসাটিয়া গ্রামের ভুক্তভোগী দীন ইসলাম তার ক্রয়কৃত জমির নির্ধারণ করতে জমিতে যান। এসময় শিহাবসহ অন্যান্য আসামিরা দীন ইসলামকে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে দীন ইসলামের স্ত্রী তাহমিনা আক্তারের (৫৬) ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দীন ইসলামকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দীন ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন।

র‌্যাব আরো জানায়, মমেক হাসপাতালে অবস্থার অবনতি হলে মমেকের চিকিৎসক দীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ মার্চ দুপুর ২টার দিকে দীন ইসলাম মারা যান। এ ঘটনায় ৮ মার্চ মৃত দীন ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামি মো. শিহাবের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের পক্ষ জানানো হয়েছে।

পড়ুন : ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ, দুশ্চিন্তায় নেত্রকোনার কৃষক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন