০৮/০৭/২০২৫, ২১:৩৫ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:৩৫ অপরাহ্ণ

নেত্রকোনা সীমান্ত থেকে ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় ৪৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসব ভারতীয় মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক ও আইস ভটকা ব্র্যান্ডের মদ।

শুক্রবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এরআগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলমাকান্দার খারনৈ এলাকা থেকে এসব মাদক জব্দ করে বিজিবি’র সদস্যরা।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দ তথ্যের ভিত্তিতে খারনৈই বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৭৬/৩-এস হতে আনুমানিক ছয়শো গজ বাংলাদেশের অভ্যন্তরে খারনৈই ইউনিয়নের খারনৈ নামক এলাকায় ৪৭ বোতল ভারতীয় মদের জব্দ করতে সক্ষম হয় টহল দলটি।

এসি ব্ল্যাক ও আ্ইস ভটকা নামক এই দুটি ব্র্যান্ডের মদের বোতল গুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

পড়ুন: নেত্রকোনায় অটো রিকশার চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন