১৯/০৬/২০২৫, ০:২৯ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:২৯ পূর্বাহ্ণ

নেত্রকোনায় ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ১

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় পণ্য পাচারের সময় একটি পিকআপভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১১ জুন) ভোরে উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা সড়কে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ নাজমুল হককে (২৫) আটক করা হয়।

আটককৃত নাজমুল হক উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকার বাসিন্দা এবং পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে আমদানি করে তিনি নিজে পরিবহন করছিলেন।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ওরিয়ন বিস্কুট, পন্ডস পাউডারসহ বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী ও ভোগ্যপণ্য। পাচারকালে ব্যবহৃত নীল রঙের পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান চলমান থাকবে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, সম্প্রতি নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা দিয়ে ভারতীয় পণ্য চোরাচালান ও মাদক কারবারের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এ নিয়ে স্থানীয় প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

পড়ুন: ঊষা কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ নেতা পাভেল

দেখুন: তরমুজের নান্দনিক ফুড কার্ভিং

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন