১০/১১/২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় শ্বশুর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল সোমবার বিকালে উপজেলার পানুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বন্ধগোমরা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার-পাঁচ বছর আগে মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের দুলভ মিয়ার মেয়ে তামান্না আক্তার তাসলিমাকে (২৮) বিয়ে করেন দেলোয়ার। তারপর থেকে শ্বশুর বাড়িতে স্থানীভাবে বসবাস শুরু করেন তিনি। তাদের সংসারে কোন সন্তান নেই। সম্প্রতি জায়গা ক্রয় করে সেখানে একটি পাকা ভবন তৈরি করেন দেলোয়ার।

গতকাল সোমবার বিকালে নবনির্মিত ভবনে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। বিদ্যুৎ না থাকায় সংযোগ চালু রেখেই হাত দিয়ে তার জোড়া দিচ্ছিলেন দেলোয়ার। হঠাৎ বিদ্যুৎ চলে এলে বিদ্যুতের তারে জড়িয়ে থাকেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল বলেন, খবর পেয়ে দেলোয়ারের বাবা-ভাইসহ পরিবারের লোকজন কিশোরগঞ্জ থেকে এসেছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পড়ুন: ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে বৃষ্টি

দেখুন: প্রেমের টানে ২ হাজার কি. মি পাড়ি দিয়ে দিনাজপুরে চীনা যুবক!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন