১৪/০৬/২০২৫, ১৩:১৯ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৩:১৯ অপরাহ্ণ

নেত্রকোনার দুর্গাপুরে মহান মে দিবস পালিত

‘‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা শ্রমিক দল, মটরযান শ্রমিক ইউনিয়ন, নির্মান শ্রমিক ইউনিয়ন, ফুটপাত শ্রমিক সংগঠনের উদ্দ্যোগে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উওোলন শেষে উপজেলা প্রশাসনসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তিতে উপজেলা পরিষদ চত্ত্বরে বক্তব্য রাখেন, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

আলোচনা সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি‘র সিনিয়র-যুগ্ন আহবায়ক মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, পৌর বিএনপি’র সদস্য সচিব হারেজ গণিসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতাকর্মীবৃন্দ।

অন্যদিকে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি’র সিনিয়র-যুগ্ন আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ, যুগ্ন-আহবায়ক রিয়াজুল করিম, সদস্য সচিব হারেজ গণি, পৌর যুবদলের আহবায়ক আবু ছিদ্দিক রুক্কু, উপজেলা সেচ্ছাসেবক দলের ইমরান হাসান রাকিব, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আকাশ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিমসহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের এদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের প্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। এতে ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে এখনো শ্রমিকদের সঠিক সময়ে পারিশ্রমিক দেয়া হয়না। শ্রমিকদের অধিকার রক্ষায় সকলকে এক হয়ে কাজ করার জন্য আহবান জানানো হয়।

পড়ুন: মহান মে দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া শোভাযাত্রা ও আলোচনা সভা

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন