১৪/০৬/২০২৫, ১৬:৫১ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৬:৫১ অপরাহ্ণ

নানা আয়োজনে নেত্রকোনার বারহাট্টায় মহান মে দিবস উদযাপিত

নানা আয়োজনে এবং “দুনিয়ার মজদুর, এক হও, এক হও” এ প্রতিপাত্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠন বারহাট্টা উপজেলার শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শ্রমিক দল কাঙ্গালী ভোজের আয়োজন করে।

উপজেলা প্রশাসনের ব্যানারের র‌্যালিটিতে নেতৃত্বে দেন ইউএনও মো. খবিরুল আহসান। এ র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের র‌্যালিটি গোপালপুর বাজার গরুহাট্টা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।

শ্রমিক দলের র‌্যালিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বারহাট্টা উপজেলার শাখার সভাপতি শেখ ফরিদ আহম্মেদ হাবলু, সাধারণ সম্পাদক সাদেকুজ্জামান খন্দকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক মানিক আজাদ, যুগ্ম-আহবায়ক আক্কাস আলী, মাসুদ ফকির, বণিক সমিতির সভাপতি শহীদুর রহমান শহীদ, ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক বেলাল হোসেন, হেফাজতে ইসলামীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বারহাট্টা উপজেলার শাখার সভাপতি শেখ ফরিদ আহম্মেদ হাবলু বলেন, মহান মে দিবসের এই দিন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসাবে বাংলাদেশসহ সারা বিশ্বে এ দিবসটি পালিত হচ্ছে। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সংগঠনের উদ্যোগে আমরা আজ বারহাট্টায় আন্তর্জাতিক মহান মে দিবস পালন করছি।

অপরদিকে উপজেলা প্রশাসন ও বারহাট্টা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করা হয়।

পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে মহান মে দিবস পালিত

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন