১৯/০৬/২০২৫, ০:২১ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:২১ পূর্বাহ্ণ

নেত্রকোনায় বজ্রপাতে হতদরিদ্র কৃষকের ২ গরুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে এক হত দরিদ্র কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চীনাকুরি বিলে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক জামাল মিয়া (৩০) ওই ইউনিয়নের নেতপাড়া গ্রামের বাসিন্দা৷ গরু দুটির বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় লাখ টাকার মতো।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক জামাল মিয়া চীনাকুরি বিলে ঘাস খাওয়ার জন্য গরু দুটিকে রেখে আসেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হলে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। বৃষ্টি থামলে গরুর মালিক মাঠে গিয়ে দেখেন গরু দুটিকে মৃত অবস্থায় পড়ে রয়েছে। পরে গরুর মালিক কান্নায় ভেঙে পড়েন।

কৃষক জামাল মিয়া বলেন, বৃষ্টি শেষ হলে চীনাকুরি বিল থেকে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরু দুটি মারা গেছে। আমি অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালাই পাশাপাশি গরু দুটি লালন পালন করছিলাম। আমার অপূরনীয় ক্ষতি হয়ে গেলো।

স্থানীয় বাসিন্দা আজারুল ইসলাম রিয়ান বলেন, দরিদ্র কৃষকের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। গরু দুটির আনুমানিক মূল্য লাখ টাকা। তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, বিষয়টি শুনেছি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

পড়ুন: নেত্রকোনায় নিখোঁজ নুরুল আমিনকে নিয়ে রহস্য, গ্রেফতার ১

দেখুন: নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন