১৪/০৬/২০২৫, ১৪:৩৯ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:৩৯ অপরাহ্ণ

নেত্রকোনায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক সভা

নেত্রকোনায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত ১৩ নং বিট পুলিশীং কার্যক্রমের আওতায় নেত্রকোনা মডেল থানা এই মতবিনিময় সভার আয়োজন করে।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ-সভাপতি নেত্রকোনা পৌরসভার মেয়র পদে ধানের শীষের নমিনী আব্দুল্লাহ আল মামুন খান রনি, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদে সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, সাবেক এজিএস হাসনাত হাসান সৈকত, জেলা বিএনপির সদস্য কাওসার আহমেদ, স্কুলে সহকারী প্রধান শিক্ষক শাহনুর কবীর মুন্না, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম খোকন, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শরিফুল আলম সবুজ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম উল্লাহ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলিম তালুকদার ও কয়েকজন শিক্ষার্থী।

মতবিনিময় সভায় বক্তারা, নেত্রকোনা পৌরসভাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সুন্দর সমাজ গড়তে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

পড়ুন: নেত্রকোনায় বজ্রপাতে হতদরিদ্র কৃষকের ২ গরুর মৃত্যু

দেখুন: নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন