১৩/০৬/২০২৫, ১৩:০৪ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:০৪ অপরাহ্ণ

দুইশো পিস ইয়াবাসহ নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুইশো পিস ইয়াবাসহ মাসুদ রানা ওরফে হারুন রশিদ (৪৮) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন শিক্ষক হিসেবে মাসুদ রানার বিরুদ্ধে এমন অভিযোগে স্থানীয়রা বিস্মিত ও মর্মাহত। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গ্রেপ্তারকৃত মাদরাসা শিক্ষক মাসুদ রানা ওরফে হারুন রশিদ কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়নের পেচুনদরী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

আজ বুধবার (২১ মে) দুপুরের দিকে মাদরাসার শিক্ষককে আদালতের প্রেরণ করা হয় বলে জানায় কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান। এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়ার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কেন্দুয়া উপজেলার পেছন্দরি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাসুদ রানার দেহ তল্লাশি করে দুইশো পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মাসুদ রানা একজন মাদ্রাসা শিক্ষক হলেও গোপনে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি বলেন, গ্রেপ্তারকৃত মাদরাসা শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে জেলে প্রেরণ করেন।

মো. মিজানুর রহমন আরো জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এনএ/

দেখুন: নেত্রকোনায় জমি দখলকে কেন্দ্র করে যা ঘটলো

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন