26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

নেত্রকোনার সীমান্ত থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে ৪৬ বোতল মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক জব্দকৃত এসব আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এরআগে একই দিন সকাল ৫টার দিকে দুর্গাপুর উপজেলার ‌সদর ইউনিয়নে ভবানীপুর এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ ভবানীপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

তিনি আরো জানান, এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫৬/৭-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর এলাকা থেকে মালিকবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় টহল দলটি।

পড়ুন: ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

দেখুন: জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন