ইউরোতে শেষ মুহুর্ত্বের গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামী রোববার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইংলিশরা।
ম্যাচের মাত্র সাত মিনিটেই এগিয়ে যায় ডাচরা। তবে সেই লিড ১৮ মিনিটের মাথায় ভাঙেন হ্যারি কেইন। পরে ৮৯ মিনিট পর্যন্ত দুই ছিল ১-১ সমতায়। ৯০ মিনিটে ইংল্যান্ডের হয়ে জয় সূচক গোলটি করেন ওয়াটকিনসে।
আগামী রোববার রাত ১টায় শিরোপার মঞ্চে মুখোমুখি হবে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।