23 C
Dhaka
বুধবার, নভেম্বর ৬, ২০২৪
বিজ্ঞাপন

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ

বিজ্ঞাপন

সুপার এইটে ওঠার পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বিশ্বকাপের এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়েছে টিম টাইগার্স। ৬৪ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন টাইগার পোস্টার বয় সাকিব আল হাসান।

সুপার এইটে যেতে সুপার একটা উইন চাই, তবে বাধ সাধলো বৃষ্টি, খানিকটা দেরিতে হলেও শুরু হলো ডাচ-বাংলা মহারণ। সব ছাপিয়ে আপনাকে আবেগতাড়িত করতে পারে দুচোখের এই বৃষ্টি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হতাশ করেছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। রান খরা কাটাতে পারলেন না তবে বরাবরের মত দলকে বিপদে ফেলার কাজটা করেছেন একেবারে ঠিক ঠাক। রিভার্স সুইপ করতে গিয়ে অক্কা পেলেন ফার্স্ট স্লিপে।

লিটন দাসের ব্যাট চুপ করে থাকলো আজও। বড় শট খেলতে গিয়ে ধরা পড়লেন স্কয়ার লেগে।

এরপর তানজিদ তামিম আর সাকিব দুজন মিলে সুপার এক্টিভ রাখেন রানের চাকা। ৪৮ রানের দারুন জুটিতে ম্যাচের লাগামটা নিজেদের কাছেই রাখেন। তবে ৩৫ রান করে ফিরে যান তামিম। ইনফর্ম তাওহীদ হৃদয়ের দিনটাও ভালো কাটেনি। ১৫ বল খেলে ৯ রানেই থামেন এই ইয়াং স্টার।

এরপর আবারও মাহমুদুল্লাহকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সাকিব আল হাসান। ২১ বলে ২৫ রান করে মাহমুদুল্লাহ ফেরেন ঠিকই তবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ২০০ ছয়ের মাইলফলক স্পর্শ করেন মিস্টার সাইলেন্ট কিলার।

একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন সাকিব, ইনিংসের শেষ ওভারে ১৩ রান নিয়ে ১৫৯ রানের চ্যালেঞ্জিং টোটাল এনে দেন সেইসাথে ক্যারিয়ারের ১৩ তম ফিফটি পেয়ে যান মিস্টার আল হাসান। আনবিটেন ৬৪ রানের ইনিংসটাই এদিন সর্বোচ্চৎ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ডাচরা, দলীয় ২২ রানে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার মাইকেল লেভিট। ১৮ রানেই তাকে আটকে ফেলেন তাসকিন আহমেদ।

এরপর হাত খুলে খেলার চেষ্টা ডাচদের, সেখানে বাগড়া দেন তানজিম সাকিব। ১২ রানে ম্যাক্স ওডডকে বেঁধে ফেলেন এই টাইগার এক্সপ্রেস। ভিক্রমজিত সিং ধীরে ধীরে হয়ে উঠছিলেন গলার কাটা। মারকাটারি ব্যাটিংয়ে ডাচদের এগিয়ে নিচ্ছিলেন, তবে পার্ট টাইমার বোলার মাহমুদুল্লাহ এসে ভিক্রমের পাঠ চুকিয়ে দেন মাত্র ২৬ রানেই।

ডাচ ব্যাটার সিব্রান্ট এলোমেলা করে দিচ্ছিলেন টাইগার বোলিং ইউনিটকে। তাকে উপড়ে ফেলাটা যখন ভীষন জরুরি, সেই কাজটা ঠিকঠাক করলেন  রিশাদ হোসাইন। মিসটাইমিংয়ে ৩৩ রানেই ফেরেন সিব্রান্ট। এর ঠিক পরের বলেই ফেরেন বাস ডি লিড। রিশাদ এই আসরে দ্বিতীয় বারের মত পেয়ে যান হ্যাট্রিকের সুযোগ।

স্কট এডওয়ার্ডস ২৫ রানে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় ডাচরা। শেষমেশ  ১৩৪ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস। টাইগাররা তুলে নেয় ২৫ রানের জয়। ম্যান অব দ্যা ম্যাচ, ৬৪ রান করা সাকিব আল হাসান।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন