17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ 

শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে নেপালকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ।

আজ বুধবার (২৮ আগস্ট) নেপালের আনফা কমপ্লেক্সে শিরোপা লড়াইয়ে মাঠে নেমেছিল দুই দল। এই ম্যাচে স্বাগতিকদের ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

মিরাজুল ইসলামের জোড়া গোল এবং রাব্বি হোসেন ও পিয়াস আহমেদের একটি করে গোলে নেপালকে ৪–১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা প্রথমবারের মতো জিতে বাংলাদেশ।

আজ পুরো স্টেডিয়ামজুড়ে ছিল নেপালের সমর্থন। কিন্তু বিরতিতে যাওয়ার আগে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। নির্ধারিত ৪৫ মিনিট শেষে ২ মিনিট ইনজুরি সময়ে বক্সের বাইরে বাংলাদেশি ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে ফাউল করে। পরে রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান।

বক্সের বাইরে থেকে মিরাজুলের দুর্দান্ত শটে সাইড পোস্টে লেগে বল জালে জড়ায়। এতে ১-০ গোলে এগিয়ে থেকে স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। এই গোলেই পুরো নীরব হয়ে যায় স্টেডিয়াম।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত আক্রমণে ৭ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে তারা। নেপালের বক্সে ফেলা ক্রস বাংলাদেশি ফরোয়ার্ড সতীর্থ মিরাজুলের উদ্দেশে পাঠান। পোস্টের সামনে ফাঁকায় দাঁড়ানো মিরাজুল হেডে বল জালে পাঠায় সাথে সাথে।

২-০ তে পিছিয়ে পড়ার পর আর খেলায় ফিরতে পারেনি স্বাগতিকরা। ফলে আরও আধিপত্য নিয়ে খেলেছে বাংলাদেশি ফুটবলাররা। সেই সঙ্গে ৭০ মিনিটে ম্যাচের ব্যবধান আরও বাড়ায় রাব্বি হোসেন। এবার অ্যাসিস্ট করেছেন জোড়া গোল করা মিরাজুল। তার বাড়ানো বলে বক্সে আড়াআড়ি শটে গোল করেন রাব্বি।

অনূর্ধ্ব-২০ সাফের ম্যাচ হলেও এদিন মাঠে উত্তেজনা ছিল অনেক। ৩-০ গোলে পিছিয়ে পড়াই নেপালী দর্শকরা বাংলাদেশি বক্সে বোতল ছুড়ে। দুই দলের ফুটবলাররাও উত্তপ্ত ছিলেন। খেলায় ফেরার চেষ্টা করে নেপাল।

তবে ৮১ মিনিটে সামির তামাং জাল খুঁজে নিলে এক গোল পরিশোধ করে নেপাল। তাতে কিছুটা আশা দেখলেও স্বাগতিকরা আর পারেনি। বরং যোগ করা সময়ে রাহুলের ক্রসে পিয়াস আহমেদ নোভা বল জালে পাঠালে শিরোপা উদযাপনে মাতোয়ারা হন বাংলাদেশের যুবারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন