31 C
Dhaka
রবিবার, নভেম্বর ৩, ২০২৪
spot_imgspot_img

নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ

সেন্ট ভিনসেন্টে নেপালকে ২১ রানে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার (১৭ জুন) টস হেরে ব্যাট করতে নেমে নেপালের বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯ ওভার ৩ বলে ১০৬ রানে অলআউট হয় শান্ত বাহিনী। কিন্তু বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নেপালকে মাত্র ৮৫ রানেই আটকে ফেলে জয় নিশ্চিত করে টাইগাররা।

অসমান বাউন্স ও টার্নিং উইকেটে সাকিব আল হাসানের ১৭ রান ছিল দলের সর্বোচ্চ। শেষ জুটি তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের ১৮ রানও ছিল ম্যাচের প্রেক্ষাপটে মহামূল্য।

১০৭ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে তানজিম হাসান সাকিবের বোলিং তোপে পড়ে নেপালের ব্যাটাররা। দলীয় ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নেপাল। ৫ উইকেটের মধ্যে একাই চার উইকেট নিয়ে নেপালের ব্যাটিং লাইন ধসিয়ে দেন তানজিম সাকিব।

এরপর নেপালের ব্যাটিংয়ের হাল ধরে কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং। তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ ওভার ২ বলে ৮৫ রানে অলআউট হয় নেপাল। নেপালের পক্ষে কুশল ৪০ বলে ২৭ ও দীপেন্দ্র ৩১ বলে ২৫ রান করেন। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ৪টি ও মোস্তাফিজুর রহমান নেন ৩টি উইকেট।

চার ম্যাচে তিন জয় নিয়ে সুপার এইটে উঠল বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত করল পরের বিশ্বকাপে সরাসরি খেলা। এর আগে কখনোই এক বিশ্বকাপে তিনটি ম্যাচ জিততে পারেনি টাইগাররা।

৪ ওভার বোলিং করে মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন