সন্ত্রাস, নৈরাজ্য, অবৈধ দখল ও ভাঙচুরের প্রতিবাদে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিএনপি। সকালে নিকুজ্ঞ ২ থেকে মিছিল বের করে খিলক্ষেতের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলটির নেতা-কর্মীরা।
পরে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চলমান পরিস্থিতিতে দেশজুড়ে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। এগুলো বন্ধে সবাইকে ঐক্যবন্ধ থাকার আহবান জানান তারা।
একই সাথে লুটপাট বন্ধে নেতা-কর্মীদের সোচ্চার থাকতে বলেন। এসময় খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজী এস এম ফজলুল হক, যুগ্ম আহবায়ক সোহরাব খান স্বপন ও জহির উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক, নুরুল হুদা মুরাদ ও সদস্য জাকির হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।