মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের প্রার্থীতাকে রাশিয়া সমর্থন করবে বলে জানানো হয়েছে।
ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভের বরাত দিয়ে শুক্রবার (১০ অক্টোবর) এ খবর দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।
তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।
২০২৫ সালের জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায়। তবে অভিজ্ঞ পর্যবেক্ষকরা বলছেন, এবার ট্রাম্পের বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম।
রাশিয়া এর আগে বেশ কয়েকবারই বলেছে যে, ইউক্রেনের যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার জন্য তারা কৃতজ্ঞ।
এদিকে, নরওয়ের রাজনীতিবিদরা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার না দিলে ওয়াশিংটর-অসলোর সম্পর্কের ওপর ‘সম্ভাব্য প্রভাব’ নিয়ে নিজেদের প্রস্তুত করছেন বলে জানা গেছে।
নরওয়েজিয়ান নোবেল কমিটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা ২০২৫ সালের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করার বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছে গেল সোমবারই। অর্থাৎ, এ সিদ্ধান্ত হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্টের গাজা পরিকল্পনার অধীনে ইসরাইল এবং হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েকদিন আগে।
পাঁচ সদস্যের স্বাধীন কমিটির সময়সীমা এবং গঠন বিবেচনা করে, বেশিরভাগ নোবেল বিশেষজ্ঞ এবং নরওয়েজিয়ান পর্যবেক্ষক মনে করছেন, ট্রাম্পকে এই পুরস্কার দেয়ার সম্ভাবনা খুবই কম।
এর ফলে, জনসমক্ষে উপেক্ষা করা হলে ট্রাম্প কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা নিয়ে দেশটিতে এক ধরনের আশঙ্কা দেখা দিয়েছে।
নরওয়ের সমাজতান্ত্রিক বামপন্থি দলের নেতা এবং এর পররাষ্ট্র নীতির মুখপাত্র কির্স্টি বার্গস্টো বলেছেন, অসলোকে ‘যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে’।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

