“ আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সদের পেশার উন্নতি, অর্থনীতিক সমৃদ্ধি’ এই শ্লোগানে নোয়াখালীতে নানা আয়োজনেরে মধ্যদিয়ে আন্তর্জাতিক নার্সসেস ডে পালিত হয়েছে।
সোমবার (১২ মে) সকালে বাংলাদেশ নার্সসেস এসোসিয়েশন (বিএনএ) নোয়াখালী শাখার উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হগাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে আলোচনা সভা, কেট কাটা, নার্সদের পেশাগত বিষয়ের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশ নার্সসেস এসোসিয়েশন (বিএনএ) নোয়াখালী শাখার সভাপতি অবদুল্লা ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী।
এতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ডাক্তার সাইফুল ইসলাম, ডাক্তার কামরুজ্জামান আজাদ, ডাক্তার সৌরভ ফারুকী, ডাক্তার জসিম উদ্দিন, উপসেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ফারাজানা আক্তার শিমু, বাংলাদেশ নার্সসেস এসোসিয়েশন (বিএনএ) নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক নারগিস আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগণ, মানুষ ও মানবতার সেবায় নার্সদের অবদান তুলে ধরে নার্সদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন।
পড়ুন: নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫
দেখুন: নোয়াখালী সোনাইমুড়ী আনসার সদস্যের অভিযানে অ*স্ত্র উদ্ধার
এস