১৮/০৬/২০২৫, ২৩:৩৯ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:৩৯ অপরাহ্ণ

নোয়াখালীতে দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক তারকেশ্বর দেবনাথের বিরুদ্ধে সমবায় ব্যাংকের দোকান অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।    

সোমবার (১২ মে) দুপুরের দিকে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নোয়াখালী সমবায় ব্যাংকের সহ-সভাপতি বেলাল হোসেন। নোয়াখালী সমবায় ব্যাংকের সদস্যদের বান্যারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ব্যাংকের সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব আপেল।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দোসর তারেকেশ্বর নান্টু রেজিস্টেশন বিহীন ভূয়া সমিতির নামে নোয়াখালী সমবায় ব্যাংকের দুটি কক্ষ দখল করে আছে। গত ৩০ এপ্রিল সমবায় ব্যাংকের লোকজন অবৈধ ভাবে তার দখলে থাকা কক্ষ দুটি পুনরুদ্ধার করে। আজ সকালে তারেকেশ্বর নান্টু ও তার দোসররা কক্ষ গুলো পুনরায় দখলের চেষ্টা চালায়। ওই সময় সমিতির লোকজন তাদের বাধা দেয়। কিন্ত আওয়ামী ফ্যাসিস্টের দোসর বাহিনী জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলকে জড়িয়ে মিথ্যাচার করে। মূলত নান্টু বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মিদের ওপর হামলার গুজব ছড়িয়ে ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করছে।  

বক্তারা অভিযোগ করে আরো বলেন, নান্টু তৃতীয় পক্ষ থেকে সমবায় ব্যাংকের দুটি দোকান ভাড়া নেয়। এরপর নিজেকে দোকানের মালিক দাবি করে। একপর্যায়ে সমবায় সমিতিকে ঘর ভাড়া দিতে অস্বকৃতি জানায়। কিন্ত দোকান ঘরের মালিকানার বৈধ কোন কাগজপত্র তার নামে নেই। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার নাম ভাঙ্গিয়ে কক্ষ দুটি পুনরায় দখলের চেষ্টা চালাচ্ছেন। সমবায় মার্কেটের দোকানে তালা দেওয়া ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নেতাকর্মিদের হামলার সাথে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল ও তার কোন লোকজন জড়িত নেই। উদ্দেশ্যমূলক ভাবে এখানে বিএনপি ও তাদের দলীয় নেতাকর্মিদের নাম জড়ানো হচ্ছে। বিএনপি নেতা আপেল দুটি ঘটনার সময় একটিতেও ঘটনাস্থলে ছিলেন না। 

এদিকে, সংবাদ সম্মেলনে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ বলেন, আমাদের দলের অফিস দখলের প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির নেতাকর্মিরা হামলা করেছে। এতে আমি’সহ অন্তত পক্ষে ৫জন আহত হয়েছে।

আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে জেলা শহর মাইজদীর শিল্পকলা এ্যাকাডেমি সংলগ্ন সড়কের উপর জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদের বড় ভাই জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলার আরেক নেতা অভি চক্রবর্তী জানান, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে সমবায় ব্যাংক মার্কেটে তাদের সাম্যবাদী আন্দোলনের অফিসে তালা দেয় জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদের বড় ভাই জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব ও তার লোকজন। তারপর থেকে তারা অফিসে যেতে পারছে না। এর প্রতিবাদে সোমবার ১০টা থেকে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হয়। পরে সেখান থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে শিল্পকলা একাডেমি সংলগ্ন বিএনপি নেতা আপেলের লোকজন সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ সময় তাদের লাঠির আঘাতে সাম্যবাদীর জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টুসহ অন্তত পক্ষে ৫জন আহত হয়েছে। এক পর্যায়ে তারা সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার, পেস্টুন কেড়ে নিয়ে যায়। তারা জেলা প্রশাসক কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেও হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

পড়ুন: নোয়াখালীতে ‘আন্তর্জাতিক নার্সসেস ডে’ পালিত

দেখুন: মহিষের কাঁচা দুধের দই আমেরিকান স্ট্যান্ডার্ড 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন