নোয়াখালী জেলা শহর মাইজদীর পুরাতন বাস স্ট্যান্ড এলাকার সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে পাশ্ববর্তী দুটি সরকারি দোকান ভিটি ভুয়া খতিয়ানের মাধ্যমে দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।
বুধবার দুপুরে মাইজদীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আলা উদ্দিন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, এম কাউছার।
এম কাউছার অভিযোগ করে বলেন, ১৯৯৯ সালে গণপূর্ত বিভাগ থেকে সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের দক্ষিণ পাশ্ববর্তী মালিহা কম্পিউটার এন্ড ফটোকপি নামের একটি দোকানের জায়গা একসনা বন্দোবস্ত নেন আলা উদ্দিন। যেটির খাজনা ২০০১ সাল পর্যন্ত তিনি পরিশোধ করেন। কিন্তু সম্প্রতি পাশ্ববর্তী দোকান ইউরো শপিং কমপ্লেক্সের মালিক বাচ্চু মিয়া গণপূর্তের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে তার দোকান ও মালিহা কম্পিউটার এন্ড ফটোকপি দুটি দোকান ভিটি নিজের নামে ভুয়া খতিয়ান রেকর্ড করে দখলের চেষ্টা করছে। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
এদিকে, ইউরো শপিং কমপ্লেক্সের মালিক বাচ্চু মিয়া সংবাদ সম্মেলনের বক্তব্য নাকচ করে দিয়ে বলেন, সরকারি নিয়মনীতি অনুযায়ী ইউরো শপিং কমপ্লেক্স ও মালিহা কম্পিউটার এন্ড ফটোকপি দুটি দোকানের মালিকই আমি। যা আমার নামে খতিয়ানভুক্ত। কিন্তু আলা উদ্দিন ও এম কাউছার গং আমার নামে খতিয়ানভুক্ত দোকানঘর দখল করে রেখেছে। আমি তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি।
পড়ুন: টাঙ্গাইলে জঙ্গল থেকে বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার
দেখুন: টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রে*প্তার ১, কিছু মালামাল উদ্ধার
ইম/


