নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৫তম ব্যাচের এক ছাত্রীকে সিএনজি চালিত অটোরিকশায় হেনস্থার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৩ মার্চ) মধ্যরাতে নোয়াখালী-ঢাকা মহাসড়কের চৌমুহনী চৌরাস্তায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এরআগে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী-ঢাকা মহাসড়কের দরবেশপুর এলাকায় এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৫ ব্যাচের ওই ছাত্রী কলেজের ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ইফতার মাহফিল থেকে সদর উপজেলার নিজ বাড়িতে সিএনজি যোগে ফেরার পথে সিএনজির পিছনের সিটে বসা পুরুষ যাত্রীরা তাকে হাত মুখ চেপে ধরে হেনস্তা করে। একপর্যায়ে তার মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে সিএনজি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়।
কলেজ ছাত্রীর হেনস্থার খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা অভিযুক্তদের চিহিৃত করে আইনের আওতায় আনার দাবিতে সড়কে দুই ঘন্টাব্যাপী ব্লকেড কর্মসূচি পালন করে। খবর পেয়ে পুলিশ ও সেনবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্তপূর্বক বিচার নিশ্চিত করার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ার বলেন, এ নিয়ে ছাত্রদের কথা বলতেছি। অভিযুক্তদের সনাক্তে কাজ করছে পুলিশ।
এনএ/