নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে জেলার সোনাইমুড়ী বাইপাসে সড়ক অবরোধ করে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত নোয়াখালীবাসী।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল ১১ টায় সোনাইমুড়ী উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।
মানববন্ধনে বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আবদুল কাইয়ুম ভূঁইয়া, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমির মো. হানিফ মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল মনসুর সেলিম, মাসুদের রহমান, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, শত বছরের ইতিহাস, মুক্তিযুদ্ধের অবদান, শিক্ষা-সংস্কৃতি আর জনবহুল জনপদ নোয়াখালীবাসীর দাবি- “নোয়াখালী বিভাগ”। নোয়াখালী বিভাগ শুধু প্রশাসনিক দাবি নয়, এটি এই অঞ্চলের মানুষের আত্মমর্যাদার প্রশ্ন। তাই নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করা হয়।
এসময় বিক্ষোভকারীরা ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। ঘন্টাব্যাপী বিক্ষোভে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেখা দেয় জনদুর্ভোগ।
পড়ুন : নোয়াখালীতে বীর নিবাসের কাজে দুর্নীতি-অনিয়ম ও ধীরগতি, ঘর বুঝে না পেয়ে হতাশা


