১০/১১/২০২৫, ৭:৪৯ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৭:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘নোয়াখালী বিভাগ’ বাস্তবায়নের দাবিতে ডিসি অফিস ঘেরাও

বিজ্ঞাপন

‘নোয়াখালী বিভাগ’ বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ঘেরাও করেছে নোয়াখালীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দেয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে এ দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন। দুপুর পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে।

আন্দোলনকারীদের হাতে ছিল নানা ফেস্টুন ও ব্যানার, তাতে লেখা-‘নোয়াখালী বিভাগ চাই’, ‘নোয়াখালীর অধিকার চাই’, ‘বিভাগ না পেলে আন্দোলন চলবে’। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রশাসনিক এলাকা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ জানান, দীর্ঘদিন ধরে নোয়াখালীবাসীর প্রাণের দাবি একটি স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ গঠন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই দাবির কোনো অগ্রগতি হয়নি। অথচ জুলাই জাতীয় সনদে জাতীয় ঐকমত্য কমিশনের করা চুড়ান্ত ৬৮ নং কলামে কুমিল্লাকে প্রশাসনিক বিভাগের সুপারিশ করা হয়েছে। যা আত্মঘাতি সিদ্ধান্ত। আমরা চায় ওই ৬৮ নং কলাম বাতিল করা হোক। অথবা একই কলামে ‘নোয়াখালী বিভাগ’ বাস্তবায়নের সুপারিশ যুক্ত নোয়াখালী বিভাগ ঘোষণা করতে হবে। এতে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে হবে।

নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, চট্টগ্রাম থেকে এত দূরে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা অত্যন্ত কষ্টকর। আমরা কুমিল্লা বিভাগের অংশ হতে চাই না। নোয়াখালী বিভাগ হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন গতি আসবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, দাবি পূরণ না হলে কর্মসূচি আরও বর্ধিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, নোয়াখালীর ইতিহাস, ভাষা ও সংস্কৃতির আলাদা পরিচয় দিয়েছে। প্রশাসনিক স্বীকৃতি হিসেবে ‘নোয়াখালী বিভাগ’ এখন সময়ের দাবি। আমরা স্পষ্টভাবে বলতে চাই- নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে নিয়ে নতুন বিভাগ গঠন করতে হবে, নয়তো আন্দোলন আরও তীব্র হবে।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর শাখার আমির মাওলানা মো. ইউসূফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা ফিরোজ আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান নোমান, ডা.মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জহিরুল ইসলাম, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক সাইফুর রহমান রাসেল, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুজ জাহের, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মো. ওয়াসিম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত প্রমুখ।

পড়ুন : নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন: আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন