39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

নোয়াখালীতে চাঁদা না দেওয়ায় দলিল লেখকের ওপর হামলা

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় মনিরুল ইসলাম রাসেল নামের এক দলিল লেখকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা রেকর্ড অথবা কোন আসামি গ্রেফতার না করায় সাংবাদিক সম্মেলন করেন করেন এই ভুক্তভোগী।


বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনিরুল ইসলাম রাসেল আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আকুতি জানান।
সংবাদ সম্মেলনে বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. সাইফ উদ্দিন, বাহার উদ্দিন, নাজমুল পাটোয়ারী, জামসেদ মিয়া ও আবদুস সাকুর’সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এসময় মনিরুল ইসলাম রাসেল বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত আছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় সন্ত্রাসী মিঠু বাহিনীর প্রধান আজিজুর রহমান মিঠুসহ তার বাহিনীর সদস্যরা রাসেলের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। কিন্তু রাসেল সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা রাসেলের ওপর ক্ষুদ্ধ হয়ে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।


তিনি অভিযোগ করে বলেন, আমি সন্ত্রাসী মিঠু বাহিনীকে চাঁদা না দেওয়ায় তারা গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আমার অফিসের সামনে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালিয়ে আমাকে আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আমি সেখানে চিকিৎসা নিয়ে রাতে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।


রাসেল বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর থেকে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ওঠেন। আজ সকালে আমার অফিসের সামনে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন ওই সন্ত্রাসীরা। তারা আমাকে প্রাণে হত্যা করার হুমকি দিচ্ছেন। ঘটনার সময় সিসিটিভিতে ধারণকৃত হামলার একটি ভিডিও রক্ষিত রয়েছে দাবি করে রাসেল বলেন, ওই ভিডিও ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে। তার পরও থানায় করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি এবং আসামিদের ধরতে পুলিশের কোন তৎপরতা দেখা যাচ্ছে না।


সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে মামলা গ্রহণপূর্বক আসামিদের গ্রেফতারসহ বিচার দাবি করে আকুতি জানান ভুক্তভোগী দলিল লেখক মনিরুল ইসলাম রাসেল।
নোয়াখালী।

পড়ুন: নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২

দেখুন: নোয়াখালী সোনাইমুড়ী আনসার সদস্যের অভিযানে অ*স্ত্র উদ্ধার | 

ইম/


বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন