১৬/১১/২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ-গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার বিকালে জেলা সদরের কাদির হানিফ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পাশা, কাদির হানিফ ইউনিয়ন যুবদলের আহবায়ক আবুল হোসেন বাহাদুর, যুগ্ম আহবায়ক ইমাম হোসেন রকি, একরাম হোসেন, বিএনপি নেতা আবদুল মান্নান সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ ও গণসংযোগ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও মন্তব্য করেন বক্তারা।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে খানসামায় ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির সয়াবিন তেল চুরি; আটক ১

দেখুন: গাজীপুরের শ্রীপুরে পুরো একটি গ্রামজুড়ে নানা ঔষধি গাছ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন