27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে আপিল শুনানি ৪ মার্চ

মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে আপিল শুনানি আগামী ৪ মার্চ ধার্য করেছেন আদালত।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগকে বলেন, আজকে কার্যতালিকায় যে ১৯ নাম্বার আইটেমটা রয়েছে তা গুরুত্বপূর্ণ। এটির দ্রুত শুনানি প্রয়োজন। পরে আপিল বিভাগ বলেন ৪ মার্চ শুনানি হবে।

এর আগে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা ১৩ এবং সাড়ে ১২ বছর নির্ধারণকে কেন্দ্র করে সম্মানী ভাতা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পরে মুক্তিযোদ্ধাদের করা পৃথক ১৫টি রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৯ সালে রায় দেন হাইকোর্ট। যাতে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য বয়স নির্ধারণ করে দেওয়াকে অবৈধ ঘোষণা করা হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পৃথক লিভ টু আপিল করে।

এনএ/

দেখুন: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন