পঞ্চগড়ে গতকাল সোমবার দিনভর কয়েক দিনের তুলনায় রোদের তীব্রতা ছিল বেশি। তবে সন্ধ্যার পর থেকেই আকাশ হালকা মেঘলা হওয়ার পাশাপাশি রাতে হালকা কুয়াশা ছিলো । মঙ্গলবা্বার ভোরে কুয়াশা বেশ বেড়ে যায়। এই অবস্থা থাকে প্রায় সকাল ৯টা পর্যন্ত।
কয়েক দিন ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপামাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
আজ সকালে বিভিন্ন এলাকা ঘুরে চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে দেখা যায়। গাছের পাতা, সবুজ ধানের খেত আর ঘাসের ওপর শিশিরবিন্দু জমেছে। ঘন কুয়াশার কারণে সকালবেলা সড়কের কিছু কিছু যানবাহনকে হেডলাইট জ্বালিয়েও চলতে দেখা গেছে।
এলাকাবাসী বলছেন, এ বছরের মধ্যে আজকের সকালটাকে একটু অন্যরকম লেগেছে। চারদিকের সাদা কুয়াশা দেখে মনে হচ্ছে শীতের দিন চলে এলো বলে। যদিও রাতের অর্ধেক সময় পর্যন্ত ঘরে ফ্যান চালাতে হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময়টাতে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ জন্যই হঠাৎ করে এই অঞ্চলে চারদিকে ঘন কুয়াশা দেখা দিয়েছে। এটাকে উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা বলা যেতে পারে। গত কয়েক দিনের তুলনায় আজকে আকাশে মেঘও বেশি। এখন থেকে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।