24 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও কমেনি তীব্র শীতের দাপট। দিনে সূর্যের দেখা পাওয়ার জন্য সব থেকে বেশি শীত অনুভূত হচ্ছে রাতে ও সকালে। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় এ জেলার তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও তা ৩ ঘণ্টার ব্যবধানে কমে যায়।

সরেজমিনে দেখা গেছে, রাতে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে জেলার সড়ক মহাসড়কগুলো। যার কারণে ভোর থেকে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। তবে সকালে সূর্যের দেখা পাওয়ায় জনজীবনে খানিকটা স্বস্তি ফিরে এসেছে।

এদিকে কনকনে ঠাণ্ডায় গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষেরা। এ ছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানান, শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

এনএ/

আরও পড়ুন: রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ, পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

দেখুন: দেশজুড়ে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন