১৯/০৭/২০২৫, ১:২৬ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:২৬ পূর্বাহ্ণ

পঞ্চগড় ও তেতুলিয়া সীমান্তে পুশইনে ৪ ভারতীয় সহ ১৬ জন আটক

পঞ্চগড় সদর উপজেলার মিড়গড় এবং তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগজ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। এদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বাংলাদেশীদের মধ্যে ৬ নারী, ২ শিশু ৪ জন পুরুষ রয়েছেন।

আটককৃত বাংলাদেশিদের পুলিশের হাতে তুলে দিয়েছে বিজিবি। ভরাতীয়দের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। পঞ্চগড় ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপি সূত্রে জানা গেছে শনিবার ভোর বেলায় সীমান্তে টহলরত অবস্থায় স্থানীয়দের মাধ্যমে খবর পেলে রজলী বাজারে পুশইন করা ১১ ব্যাক্তিকে আটক করে বিজিবি। তাদেরকে মীড়গড় সীমান্ত দিয়ে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আটককৃতদের মধ্যে ৭ জন বাংলাদেশি এবং ৪ জন ভারতীয়। ভারতের মুম্বাইয়ে বাংলাদেশীরা কাজ করতেন । বাংলাদেশী আটককৃতরা হলেন খুলনা জেলার দীঘলিয়া উপজেলার কলাপাতগাড়ি গ্রামের মৃত: মুরাদ শেখের স্ত্রী আয়শা শেখ ( ৩৭), তার ছেলে নিশা শেখ (২২) এবং মিরাজুল শেখ (২৩), নড়াইল জেলার কালিয়া উপজেলার সুক্তক গ্রামের বাবু শেখের স্ত্রী নিলুফা শেখ (৩৭),তার মেয়ে মরিয়ম শেখ (৮), ছেলে রেহান শেখ (২১) এবং বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলার গাংনি গ্রামের আক্তার মোল্লার ছেলে আবু তালেব (২১)।

তাদেরকে সদর ইউনিয়নে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের লোকজন আসলেই তাদেরকে নিকটাত্নীয়দের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যদের কাছে ও ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগজ সীমান্ত দিয়ে ৫ জনকে একই সময়ে পুশ ইন করে বিএসএফ। পরে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তেঁতুলিয়া থানা আটক কৃতদের তেঁতুলিয়া ডাকবাংলোয় নিরাপত্তা হেফাজতে রেখেছেন। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) সুত্রে জানাযায়,তেঁতুলিয়া পেদিয়াগছ বিওপির সীমান্তের মেইন পিলার ৪৩০/২ এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম নামক স্থান হতে পুশইন করা ব্যাক্তিদের আটক করে। এদের মধ্যে ৩ জন পুরুষ ২ জন নারী রয়েছেন।

বিজিবি টহলদল বাংলাদেশের অভ্যন্তরে আটক করেন। পুশইনকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে বিভিন্ন স্থানে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল।

আটককৃত হলেন যশোর জেলার শারসা উপজেলার মারফত আলীর ছেলো কোরবান আলী গাজী (৩৩), তার স্ত্রী নাজমা বেগম (২৭) তার বোন ফারজানা (২৩),অভয় নগর উপজেলার হিদিয়া শ্যামলনগর গ্রামে মৃত: মকবুল শেখের ছেলে তরিকুল শেখ (৪২) নড়াইল জেলার গোবরা বাজার বীরগ্রাম এলাকার মৃত: গোপাল চন্দ্র বিশ্বাসের মেয়ে বন্দনা রানী বিশ্বাস (৩৭)। তেঁতুলিয়া উপজেলায় আটক ৫ জনের বাড়ি যশোর জেলায়। তাদের মধ্যে এক নারী গর্ভবতী থাকায় তাকে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে।

এনএ/

দেখুন: পঞ্চগড়ে বিশেষ শিশুর জন্ম, চলছে পর্যবেক্ষণ

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন