পটুয়াখালীর দুমকীতে পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় র্যাবের পোশাক ও সরঞ্জামসহ দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে তারা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য।
মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে নিয়মিত টহল ও চেকপোস্টে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন—পার্শ্ববর্তী উপজেলা বাউফলের গুলবাগ গ্রামের বারেক দূয়ারীর ছেলে মো. আল আমিন (৪২) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মেরকুঠি গ্রামের কাশেমের ছেলে আল আমিন তারেক (৪৩)।
দুমকী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাস ছয়জন যাত্রী নিয়ে পায়রাসেতু এলাকায় পৌছলে পুলিশের চেকপোস্টে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হলে দুই ব্যক্তি দ্রুত নেমে ব্যাগ বের করার চেষ্টা করেন। এ সময় গাড়ির চালক মাইক্রোবাসটি সজোরে চালিয়ে স্থান ত্যাগ করে। পালানোর চেষ্টা করা ওই দুই ব্যক্তিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই আটক করেন।
পুলিচ তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে র্যাবের তিনটি পোশাক, দুটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি সেট, পাঁচটি মোবাইল ফোন, দুটি গাড়ির নম্বর প্লেট, একটি হাতকড়া এবং একটি প্লাস উদ্ধার করে।
দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “আটক ব্যক্তিরা প্রতারণার উদ্দেশ্যে র্যাবের সরঞ্জাম বহন করছিল। তাদের বিরুদ্ধ মামলার প্রস্তুতি চলছে।
পড়ুন : ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কের ৬ লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন