০৮/০৭/২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে পুলিশের তৎপরতায় হারানো ৭০টি মোবাইল ও অনলাইন প্রতারণার ৪৯ হাজার টাকা উদ্ধার

পটুয়াখালী জেলা পুলিশের সাইবার সেলের তৎপরতায় হারানো ৭০টি মোবাইল ও অনলাইন প্রতারণার ৪৯ হাজার টাকা উদ্ধারপূর্বক হস্তান্তর করা হয়েছে।

স্মার্টফোন শুধু শখের বস্তু নয়, প্রয়োজনীয় জীবনসঙ্গী। এই শখ পূরণে অনেকেই অর্থ, সময় ও পরিশ্রম ব্যয় করে থাকেন। কিন্তু দুঃখজনকভাবে মাঝে মধ্যেই এসব মূল্যবান মোবাইল সেট চুরি বা হারিয়ে যায় এবং তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে, ঘুরে বেড়ায় অজানা হাতে।

সম্প্রতি পটুয়াখালী জেলা পুলিশের সাইবার সেল এর ব্যতিক্রমধর্মী ও জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পটুয়াখালী মোঃ সাজেদুল ইসলাম সজল-এর সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে, পটুয়াখালী জেলায় মিজানুর রহমান আজহারীর মাহফিল সহ বছরের বিভিন্ন সময় হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।


মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যলের কনফারেন্স রুমে গত দুই মাসে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোট ৭০টি স্মার্টফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।

উদ্ধারকৃত মোবাইল সেটগুলোর মধ্যে ছিল আইফোনসহ বিভিন্ন উচ্চমূল্যের ব্র্যান্ড। এসব ফোনের মূল্য ২০ হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকারও বেশি। আনুমানিকভাবে মোট ১৫ লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধার প্রাপ্ত ব্যক্তিরা তাঁদের হারানো মোবাইল ফিরে পেয়ে আনন্দে উচ্ছাসিত হয়ে বলেন-এটি তাদের কাছে একেবারেই অবিশ্বাস্য মনে হয়েছে। এত দ্রুত ও নির্ভরযোগ্যভাবে মোবাইল ফেরৎ পাবে তা তারা ভাবেনি।

উল্লেখ্য, শুধু গত দুই মাস নয়, অতীতেও পটুয়াখালী জেলা পুলিশ অসংখ্য চুরি যাওয়া ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে সাফল্যের সঙ্গে মালিকদের নিকট হস্তান্তর করেছে।

এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ স্যার বলেন, পটুয়াখালী জেলা পুলিশের এই মানবিক ও সেবামূলক উদ্যোগ জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিতকরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থেকে জেলা পুলিশ সর্বদা রয়েছে পটুয়াখালীবাসীর পাশে।

পড়ুন : পটুয়াখালীতে বর্নিল আয়োজনে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন