০৭/১১/২০২৫, ৫:২৭ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ৫:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে সংঘর্ষে  পুলিশ সদস্যসহ আহত ৬

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে ইজারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করতে গেলে সন্ত্রাসী হামলার শিকার হয়। এতে এএসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক সাধারণ মানুষও। বুধবার রাত সাড়ে ১০টার দিকে লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পালপাড়া বাজারের ইজারা নিয়ে বিরোধ চলছে স্থানীয় সোহাগ মাঝি ও বিএনপি নেতা মফিজুলের মধ্যে। ওই দিনের রাতে পূর্বশত্রুতার জেরে সোহাগ মাঝি ও তাঁর অনুসারীরা মফিজুলের ওপর দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এতে এএসআই জহির, এএসআই রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, সাইফুল ইসলামসহ মোট সাত পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত মফিজুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পাঁচ পুলিশ সদস্যকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কনস্টেবল রানা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ও অতিরিক্ত বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর বৃহস্পতিবার সকালে আমিনুল হক চৌধুরী (৪৮), পলাশ হাওলাদার (২৩) ও রমজান আলী (৮০) নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।’

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালীতে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতায় সদর উপজেলা দল চ্যাম্পিয়ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন