পটুয়াখালী জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম ” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় Typhoid Vaccination Campaign বিষয়ক District Level Consultation Workshop With Media Personnel অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কর্মশালায় জেলা তথ্য অফিসে উপপরিচালক অনিমেষ কান্তি হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আখতার।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সরকার জনগনের উপকারের কথা চিন্তা করে এ টিকা কার্যক্রম হাতে নিয়েছে। এ টিকা গ্রহনের ফলে দেশে টাইফয়েড আক্রান্তের সংখ্যা কমে যাবে। এ টিকাটি শতভাগ হালাল এবং পার্শ্বপ্রতিক্রিয়া মূক্ত।
সভায় জেলা সদরে কর্মরত শতাধিক সাংবাদিক সহ সিভিল সার্জন কার্যালয়ে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলায় ৮টি উপজেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা চার লক্ষ আশি হাজার দুইশত আটাত্তর জন।
পড়ুন : পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

