পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় শ্রমিক দিবসের র্যালিতে বিএনপির দু’পক্ষের ধাক্কাধাক্কিতে অনুষ্ঠান পন্ড হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার সকালে উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসের র্যালিতে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজী অংশগ্রহণ করতে চাইলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অসঙ্গতি জানায়। এ নিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে বহিষ্কৃত জাহাঙ্গীর আলম ফরাজীর সমর্থকদের মধ্য ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি অবনতি হলে এক পর্যায় র্যালিটি কয়েক গজ সামনে যেতেই পণ্ড হয়ে যায়।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি বলেন, বিএনপি প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে জাহাঙ্গীর হোসেন ফরাজীকে বহিষ্কার করা হয়। তিনি বিএনপির কেউ নন। বিএনপির কোন প্রোগ্রামে অংশগ্রহণের অধিকার তার নেই।
সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু বলেন, যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ জাহাঙ্গীর ফরাজীকে নিজ বাসভবন থেকে আটক করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বিএনপির কেউ নন। সে পূর্ব পরিকল্পনা করে আজকের শ্রমিক দিবসের শ্রমিক দলের র্যালিটি পণ্ড করেছে।
তিনি আরো বলেন, জাহাঙ্গীর ফরাজী চার্জশিট ভুক্ত অস্ত্র মামলার একজন আসামি। তার এই উগ্র আচরণের ক্ষেত্রে আইনগত সহায়তা কামনা করি।
পড়ুন : পটুয়াখালীর কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তা করায় দুই শিক্ষককে অব্যাহতি