এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ৫ ও জিপিএ ৪.৫০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৫০ থেকে জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, কলেজ ব্যাগ, সনদপত্র এবং ফুল তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের গর্বিত অভিভাবকরাও। এছাড়াও জেলার গুণীজন, শিক্ষক, সাংবাদিক ও সমাজসেবকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই সাফল্য শুধু পরিবারের নয়, গোটা জেলার গর্ব। তারা যেন আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সেই প্রত্যাশা করি।”
সভাপতি বলেন, পটুয়াখালীর শিক্ষার্থীরা যাতে উৎসাহ পায় এবং ভবিষ্যতে আরও ভালো করে, সে লক্ষ্যেই এ ধরনের আয়োজন। এ কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চালু থাকবে।”
পড়ুন:পটুয়াখালী-বরগুনায় ডেঙ্গু মহামারী ধারন করায় জনসচেতনতা বৃদ্ধিতে এবি পার্টির ব্রিফিং


