১৫/১১/২০২৫, ২১:১৯ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালী-বরগুনায় ডেঙ্গু মহামারী ধারন করায় জনসচেতনতা বৃদ্ধিতে এবি পার্টির ব্রিফিং

উপকুলীয় জেলা পটুয়াখালী ও বরগুনা অঞ্চলে ডেঙ্গু রোগ মহামারী আকার ধারণ করায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল আচরণ এবং হাসপাতালের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য উপস্থাপন করেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

তিনি বলেন, “ডেঙ্গু এখন শুধু একটি মৌসুমি রোগ নয়, এটি এ অঞ্চলে মহামারীর আকার নিয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকিতে রয়েছেন, আবার অনেকে মারাও গিয়েছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহন করতে হবে। হাসপাতালে রোগীদের সঠিক চিকিৎসা, পর্যাপ্ত বেড, ওষুধ ও রক্তের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। শুধু চিকিৎসা নয়, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে। ডেঙ্গুর প্রকোপ কমাতে জনসাধারণের সতর্ক থাকা, প্রতিটি ঘর, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা জরুরি। এবি পার্টি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণের পাশে থাকবে।”

এসময় এবি পার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল সহ অন্যান্য নেতাকর্মী ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন