পটুয়াখালীর দুমকী উপজেলার দুমকী সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও জুলাই- আগস্টের গণঅভ্যুত্থানে নিহত জসিম উদ্দিনের মেয়ে গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে । উক্ত ঘটনায় একজনকে আটক করেছে দুমকী থানা পুলিশ।
১৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুমকীর পাঙ্গাশিয়া নলদোয়ানি এলাকায় ঘটনা ঘটে। জানাগেছে দুমকী সরকারী জনতা কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী বাবার কবর জেয়ারত শেষে নানা বাড়ীতে ফেরার পথে মুন্সিবাড়ি এলাকায় আসলে আগে ওত পেতে থাকা মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সী(২০) মুখ চেপে ধরে জোড় করে রাস্তা থেকে দুরে বাগান বাড়ীতে নিয়ে পালাক্রমে ধর্ষন করে।ভিকটিম ডাক চিৎকার দিলেও আশেপাশে কোন বাড়ী ঘর না থাকায় কেউ শুনতে পায়নি। এক পর্যায় অভিযুক্তরা ভিকটিমের ছবি তোলে এবং কাউকে কিছু বললে তা নেটে ছেড়ে দিবে বলে ভয় দেখিয়ে চলে যায়।

পটুয়াখালী বুধবার১৯ মার্চ ভিকটিম এ বিষয়ে দুমকী থানায় এসে অভিযোগ দায়ের করেন।
দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।
পড়ুন: পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালতের সদস্যদের উপর হামলা
দেখুন: এক বছরে দৃশ্যমান হবে পটুয়াখালী ইপিজেডের কাজ |
ইম/