34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

চাঁদ দেখার উপর ভিত্তি করে পটুয়াখালীর ২২ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। চাঁদ দেখার উপর ভিত্তি করে এ সকল মুসল্লিরা ঈদ উদযাপন করেছেন।

আজ রবিবার (৩০ মার্চ) সকাল ৯টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফের মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতের ইমামতি করেন বদরপুর দরবার শরীফের সেজ পীর সাহেব শাহ সৈয়েদ আরিফবিল্লাহ রাব্বানী।

এসব গ্রামে দীর্ঘ ৮৫ বছর ধরে একটি অংশ চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা রাখা এবং ঈদ উদযাপন করে আসছেন।
এছাড়া কলাপাড়ার ৮ গ্রামে, রাঙ্গাবালির ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে, দুমকির ২ গ্রামে ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদ উপলক্ষে এসব গ্রামে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ।

উল্লেখ্য, প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালনের এই চর্চা কিছু কিছু অঞ্চলে দেখা যায়, যা এক ধরনের ধর্মীয় ঐতিহ্যে পরিণত হয়েছে।

স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা।

এনএ/

দেখুন: বেহাল পটুয়াখালীর বাস টার্মিনাল, ভোগান্তিতে যাত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন