27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

পটুয়াখালীতে জেলা পরিষদের উদ্যােগে গণঅভ্যুত্থানে শহীদ ১৫ পরিবারের মাঝে অনুদানের ৩০লক্ষ টাকার চেক প্রদান

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ স্মরণে তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে চেক বিতরণ করা হয়েছে।


আজ বুধবার সকালে সাড়ে ১০ টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ১৫ জন শহিদ পরিবারের মাঝে ২ লাখ টাকার করে মোট ৩০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।


এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: আরিফ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা রুবাইয়াৎ জাহান, জেলা প্রশাসনের কর্মকর্তা মো: নজরুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।


প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তাঁর বক্তব্যে বলেন, “শহিদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অভিযাত্রার পাথেয়। তাঁদের পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।” সরকারের বিভিন্ন অর্গান শহীদদের পরিবারের উন্নয়নে কাজ করেছে। এ অভ্যূত্থানে নিহত সকল শহীদদের স্মৃতি ধরে রাখতে কবরগুলো পাকা করে রাখার প্রকল্প পাস হয়েছে, অল্প কিছু দিনের মধ্যেই কাজ শুরু হবে।

পড়ুন: পটুয়াখালীতে ভুয়া দলিল ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

দেখুন: এক বছরে দৃশ্যমান হবে পটুয়াখালী ইপিজেডের কাজ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন