28 C
Dhaka
রবিবার, নভেম্বর ৩, ২০২৪
spot_imgspot_img

পদত্যাগের দাবি নয়, শিক্ষককে সসম্মানে ফেরালেন শিক্ষার্থীরা

সারা দেশেই যখন প্রতিষ্ঠানের প্রধানদেরকে পদত্যাগ করানোর হিড়িক, সেখানে ভিন্ন ঘটনা উত্তরের জেলা দিনাজপুরে। ষড়যন্ত্র রুখে দিয়ে, প্রধান শিক্ষককে শ্রেণিকক্ষে ফিরিয়েছেন শিক্ষার্থীরা। উপযুক্ত সম্মান ও পুস্পবৃষ্টির সঙ্গে, তাকে বসিয়েছেন চেয়ারে।

দেশের উদ্ভুত পরিস্থিতির সুবিধা নেয়ার অপচেষ্টা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। তেমনি একটি প্রতিষ্ঠান দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানকার প্রধান শিক্ষককে নানাভাবে ক্লাস করতে বাধা দিচ্ছিলো একটি মহল। আত্মসম্মানের ভয়ে তিনি ক্লাসে আসা বন্ধ করে দিয়েছিলেন।

বিষয়টি বুঝতে পেরে সহকারী শিক্ষকদের কাছে জবাব চাইতে গেলে সদুত্তর পায়নি শিক্ষার্থীরা। তারা বিক্ষোভে নামে। প্রধান শিক্ষককে না ফেরালে ক্লাসে না ফেরার ঘোষণা দেয় তারা। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেয়া হয়। অবশেষে সসম্মানে শিক্ষককে তারা বসিয়েছে মর্যাদার আসনে।

শিক্ষার্থীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে আবেগ আপ্লুত প্রধান শিক্ষক রতন কুমার রায়। তার বিরুদ্ধে অভিযোগ থাকলে, তা তদন্ত করে দেখারও আহবান জানিয়েছেন তিনি।

চারদিকে প্রধান শিক্ষকদের পদত্যাগের দাবির মধ্যে, এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের এমন ব্যতিক্রম উদ্যোগ, প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন