শেখ হাসিনা সরকারের ক্ষমতা ছাড়ার পর, পদত্যাগের হিড়িক পড়েছে সব দপ্তরে। ছাত্র-জনতার দাবির মুখে এবার পদত্যাগে রাজি হয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
২০১২ সাল থেকে বিসিবির শীর্ষ পদে আছেন পাপন। সবশেষ আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছিলেন তিনি।
শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো নাজমুল হাসানও আত্মগোপনে চলে যান। সেখান থেকেই পদত্যাগের ইঙ্গিত দেন তিনি। বিসিবি সূত্র জানায়, বিসিবিতে যেন সংস্কার করা হয়, সেজন্যই নিজের পদ ছাড়তে সম্মত হয়েছেন পাপন।