উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ছড়িয়েছে। যদিও এবিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সাক্ষাৎ করতে যান নাহিদ ইসলাম। সেসময় গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল। ২৩ ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম এ বিষয়ে ১৪ ফেব্রুয়ারি নাগরিক টেলিভিশনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সাক্ষাৎ শেষে যখন যমুনা থেকে বের হন, তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না। এতেই গুঞ্জন ছড়িয়েছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তবে কেউ এখনো নিশ্চক করেন নি।
নাহিদ ইসলাম গত বছরের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। পরে ১৬ আগস্ট থেকে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করছে। এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি। গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়ে পৃথক কমিটি রয়েছে।

পদত্যাগ করলেন কি নাহিদ?
চলতি সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে নতুন দল যাত্রা শুরু করবে । আত্মপ্রকাশের সময় প্রায় চূড়ান্ত হলেও দলের নাম-সাংগঠনিক কাঠামো এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে সূত্র বলছে, সাংগঠনিক কাঠামোতে পদ সংখ্যা বাড়ানো হতে পারে। এতে যুক্ত হতে পারে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ। আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র- এ চারটি পদের পাশাপাশি নতুন পদ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।
দেখুন: শুরুতেই কি হোচট খেলো ছাত্রদের নতুন দল?
আরা: লাল কার্ড দেখিয়ে ছাত্র রাজনীতি বন্ধ চায় কুয়েট শিক্ষার্থীরা

