২০/০৬/২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু পদত্যাগ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র এক মাস। নির্বাচনের পূর্বপ্রস্তুতির মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু।

বৃহস্পতিবার (১ মে) তার পদত্যাগের কথা জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। কারণ হিসেবে উল্লেখ করা হয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হান ডাক-সু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রচারাভিযান শুরু করবেন বলে নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো।

এদিকে, হানের পদত্যাগের পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার কথা ছিল অর্থমন্ত্রী চোই সাং-মোকের। তবে তিনিও বৃহস্পতিবার মন্ত্রীত্ব ছেড়ে দেন। জানান, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হচ্ছেন না। দলীয় কোন্দলের কারণে তার এমন সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে।

পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন