28.4 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

এটা নিছক কোনো পদযাত্রা নয়, মুসলিমদের ঐক্যের সেতু : আজহারি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তসহ দেশের নানা প্রান্ত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নামে। হাতে লাল-সবুজ ও ফিলিস্তিনের পতাকা হাতে ছোট-বড় মিছিল নিয়ে মানুষ সমবেত হন কর্মসূচির মূল মঞ্চে।

বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ কর্মসূচিতে যোগ দেন বিশিষ্ট ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমাদুল্লাহ। তারা সকালেই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। আজহারি লিখেন, ‘মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে আছি “মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সাথে নিয়ে।’ একইভাবে আহমাদুল্লাহ লেখেন, ‘সন্তানকে সঙ্গে নিয়ে এই মানবতার মিছিলে যোগ দিন।’

ড. মিজানুর রহমান আজহারি আরও বলেন, “আজকের মার্চ ফর গাজা নিছক কোনো পদযাত্রা নয়, এটি এ অঞ্চলের মুসলমানদের ঐক্যের একটি সেতুবন্ধন তৈরি করবে ইনশাআল্লাহ।”

আয়োজকদের দাবি, আন্তর্জাতিক জনমত গঠন ও বিশ্ববাসীকে গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে সোচ্চার করতেই এই বিশাল প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা আশা করছেন, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ এতে অংশ নেবে।

এদিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো মাঠে সক্রিয় রয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে হাজারো মানুষ গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

পড়ুন: ৩ দফা দাবিতে নোয়াখালীতে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

দেখুন: বিএনপির এই পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা: মির্জা ফখরুল | Mirza Fakhrul | BNP |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন