রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার পদ্মানদীর চরকর্ণেশন কলাবাগান এলাকা থেকে জেলে জাহাঙ্গীর হালদারের জালে ধরা পড়েছে ২কেজি ৪০০শত গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে।যার দাম হয়েছে ১২হাজার ৪ শত ৮০ টাকা!
শনিবার সকালের দিকে দৌলতদিয়ার ৫নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ ইলিশ মাছটি ১২হাজার ৪শত:৮০ টাকায় মাছটি কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে ২কেজি ৪০০শত গ্রাম ওজনের ইলিশ মাছটি আমি মোট-১২ হাজার ৪শত ৮০ টাকা দিয়ে কিনে নিয়েছি।এখন কেজিতে কিছু লাভ রেখে ফোনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলায় ইলিশ মাছটি বিক্রি করে দিয়েছি।
বিজ্ঞাপন
পড়ুন : এক ইলিশ মাছের দাম-৬,৮৪০ টাকা


