রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মানদীতে জেলে কবির হালদারের নদীতে পাতা কারেন্ট জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি ঢাই মাছ। যার দাম হয়েছে ৪৪ হাজার টাকা!
সোমবার ভোরের দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ঢাই মাছটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরীঘাটের কলাবাগান এলাকা থেকে মাছটি কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়া ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ বলেন, সোমবার ভোরের দিকে আমি ১১ কেজি ওজনের ঢাই মাছটি ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪৪ হাজার টাকায় কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে কেজিতে ২ শত টাকা লাভ রেখে মাছটি খুলনার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।
বিজ্ঞাপন
পড়ুন : রাজবাড়ীর গোয়ালন্দে ভিটে-বাগানের অর্ধ শতাধিক ফলবান চারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


