২১/০৬/২০২৫, ২২:৪৫ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২২:৪৫ অপরাহ্ণ

নিষেধাজ্ঞা শেষে ফের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও মেঘনা নদীতে ফিরেছেন হাজারো জেলে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জাটকা সংরক্ষণের লক্ষ্যে জারি করা নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়েছে বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে। এরপর থেকেই চাঁদপুরের নদীপথে আবারও শুরু হয়েছে ইলিশ ধরার কার্যক্রম।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। এ সময় চলা ‘জাটকা রক্ষা অভিযান’-এর অংশ হিসেবে ব্যাপক তৎপরতা চালায় মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও প্রশাসনের বিভিন্ন সংস্থা।

জেলা মৎস্য বিভাগ জানায়, অভিযানে মোট ১,০৬৪টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১২৯ জন জেলেকে আটক করা হয়, যাদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে কারাদণ্ড এবং ১২৪ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১২ লাখ ৭০৫ মিটার কারেন্ট জাল, ১৩টি বেহুন্দি জাল, ৩৩৪টি অন্যান্য জাল, ৬ হাজার ৭৬৬ টন জাটকা এবং ৩ হাজার ৫২ টন অন্যান্য মাছ।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, অভিযান চলাকালে চাঁদপুর অংশে একটি থানা ও পাঁচটি পুলিশ ফাঁড়ি থেকে নিয়মিত নজরদারি চালানো হয়। এতে ৯ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল, ১৮ টন জাটকা মাছ এবং ১২৩টি নৌযান জব্দ করা হয়েছে। এ সময় ২৬৮ জন জেলেকে আটক করা হয়।

মৎস্য কর্মকর্তা আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালে সরকার জেলেদের সহায়তা হিসেবে জনপ্রতি ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চাল চার কিস্তিতে বিতরণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, দুই মাসের এই কঠোর অভিযানের ফলে এবার পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

চাঁদপুর সদরের মৎস্যজীবী নেতা তছলিম ব্যাপারী বলেন, “প্রকৃতির ওপর নির্ভর করেই আমরা নদীতে নেমেছি। তবে সরকার যে সহায়তা দিয়েছে, তা আমাদের সাহস জুগিয়েছে।”

ইলিশের প্রধান প্রজনন সময়কালে মাছ ধরা বন্ধ রাখার ফলে সামগ্রিকভাবে মৎস্য সম্পদ রক্ষা এবং ইলিশের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পড়ুন: আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা

দেখুন: ভারতের উপর এবার উল্টো বাংলাদেশের নিষেধাজ্ঞা!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন